৫ জন কারিগর ৭২ ঘণ্টায় বানিয়েছে গিনেস রেকর্ড করা এই বড় ব্লাউজটি, কিন্তু কোন নারীর জন্য?

এবার বিশ্বের সবচেয়ে বড় ব্লাউজ বানালেন এক ভারতীয়। সেই ব্লাউজ এতই বড় যে, তার জেরে গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলে নিলেন অনুরাধা এসওয়ার।

কত বড় ব্লাউজ? যার উচ্চতা ৩০ ফুট আর চওড়ায় ৪৪ ফুট। তবে এখনই তিনি এই ব্লাউজ বানাননি। ব্লাউজটি বানানো হয়েছে ২০১৪ সালে। সম্প্রতি গিনেস বুক অফ রেকর্ডসের স্বীকৃতি এসেছে। বনয় ফ্যাসনস-এর কর্ণধার অনুরাধা খুব সহজে এই ব্লাউজটি তৈরি করতে পারেননি। ৫ জন কারিগর ৭২ ঘণ্টায় এই ব্লাউজ বানান। এতে ব্যবহার করা হয়েছে ২৮০ মিটার ছাপা সুতির কাপর এবং ২০ মিটার কমলা রং-এর পলিয়েস্টার পাইপিং।

শুধু গিনেস রেকর্ডই নয়, এই ব্লাউজ স্বীকৃতি পেয়েছে আরও বহু প্রতিষ্ঠানের থেকে। এর মধ্যে রয়েছে, লিমকা বুক অফ রেকর্ডস, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ওয়ার্ল্ড রেকর্ডস ইন্ডিয়া, ইউনিভার্সাল রেকর্ড ফোরাম, গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস।

তবে এই ব্লাউজটি তৈরি হয়েছে রেকর্ড করার জন্য। কোন নারী পরবেন কিনা জানা যায়নি।



মন্তব্য চালু নেই