৫ খুনের ঘটনায় সন্তোষজনক অগ্রগতি

নগরীর বাবুরাইলে একটি ফ্ল্যাট বাসায় পাঁচজনকে হত্যার ঘটনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন সাংবাদিকদের জানান, ‘মামলার তদন্তে ক্লু উদঘাটন ও ঘাতকদের শনাক্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। তবে অগ্রগতি সম্পর্কে এখনই সব বলা যাচ্ছে না। আশা করছি দ্রুত ফলাফল দিতে পারব।’

এছাড়াও রোববার রাতে মামলাটি নারায়ণগঞ্জ সদর থানা থেকে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। ফলে এখন থেকে মামলাটি তদন্ত করবে ডিবি পুলিশ।

প্রসঙ্গত, গত শনিবার রাতে শহরের ২ নম্বর বাবুরাইলে ‘আশক আলী ভিলা’ নামের একটি ভবনের নিচতলার বাসার তালা ভেঙে তাসলিমা বেগম, তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল ওরফে মোশাররফ (২৫) ও জা লামিয়ার (২৫) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

শিশু দুটি ছাড়া অন্যদের গলায় কাপড় বা ওড়না পেঁচানো ছিল। প্রত্যেকের কপালের পাশে ছিল আঘাতের চিহ্ন। ওই ঘটনায় রোববার নিহত তাসলিমা বেগমের স্বামী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেন।



মন্তব্য চালু নেই