৫ ও ৬ মার্চ চট্টগ্রামে জালালের গল্প

‘অধিনায়কের’ আয়োজনে জালালের গল্প প্রদর্শিত হবে ৫ মার্চ চট্টগ্রামের মুসলিম হল অডিটোরিয়ামে। আর ৬ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে।

জালালের গল্পে অভিনয় করেছেন মোশারফ করিম,মৌসুমী হামিদ, তৌকির আহমেদ, শর্মীমালা, আরাফাত রহমান, মোহাম্মদ ইমন প্রমুখ।

আবু শাহেদ ইমন পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্রটি এরই মধ্যে ঢাকাসহ সারাদেশের শিক্ষিত ও রুচিবান দর্শকদের মন মাতিয়েছে।

প্রদর্শনীর টি‌কেট দুই নং গেইটেতর সেভেন ডেইজ রেস্টু‌রেন্ট, চকবাজার, চ‌ট্টেশ্বরী রো‌ডের খানাঘাট রেস্টু‌রেস্ট, ইস্পাহা‌নি পাব‌লিক ক‌লে‌জের পা‌র্শ্বে হাল‌দি এরা‌বিয়ান হাউস ও আগ্রাবাদ নৃতাত্ত্বিক যাদুঘ‌রের পা‌র্শ্বের লেমনগ্রাস রেস্টু‌রে‌ন্টে পাওয়া যা‌বে। এছাড়া, চলচ্চিত্রটির টিম টি‌কেট পৌ‌ঁছে দে‌বে আপনার কা‌ছে। যোগা‌যোগ- ০১৭৭৬৭৬০৪৭৮

এছাড়া প্রদর্শনীর দিন মুস‌লিম হল অডি‌টো‌রিয়া‌মের সাম‌নে থে‌কেও সংগ্রহ করা যা‌বে টিকেট।

প্রদর্শনীর সময়: ১০টা ১৫মি. ১২টা ১৫ মিনিট, ২টা ১৫ মি. ৪টা ১৫ মি. ৬টা ১৫ মি.

৬ মার্চ চ‌বি‌তে দুইটি প্রদর্শনী রয়েছে। দুপুর দুইটা ও বিকাল চারটায়।

টিকেট মূল্য: ১০০ টাকা



মন্তব্য চালু নেই