৫৬ ছিটমহলে কোনো মানুষ নেই

বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলের মধ্যে ৫৬টি ছিটমহল জনমানবশূন্য। এসব এলাকায় কোনো মানুষ থাকে না। আছে কেবল শস্যক্ষেত্, বন ও জলাশয়।

ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানান, বাংলাদেশের অভ্যন্তরের ভারতের ১১১টি ছিটমহলের ৪২টি জনমানবশূন্য। অন্যদিকে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের ১৪টিতে কোনো বাসিন্দা থাকে না।

দীপ্তিমান আরো জানান, এসব জনশূন্য ছিটমহলের সবচেয়ে বড়টির আয়তন আয়তন ৩৭ একর।

লালমনিরহাট জেলায় ১৭টি ছিটমহলে কোনো মানুষজন থাকে না। ছিটমহল নিয়ে সর্বশেষ জরিপ হয়েছিল ২০১১ সালে। তখন এসব চিত্রই প্রকাশ পেয়েছিল।

গত সোমবার বিনিময় চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা ১৬২ ছিটমহলের যৌথ জরিপ প্রতিবেদন পেশ করেছে দুই দেশের জরিপ দল। বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ছিটমহলের ৭৭৯ জন বাসিন্দা ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে সে দেশে যেতে নিবন্ধিত হয়েছেন। অন্যদিকে ভারতের ভেতরে থাকা ৫১টি ছিটমহল থেকে একজনও বাংলাদেশে ফিরবেন না।



মন্তব্য চালু নেই