৫০ বিঘা পানের বরজ পুড়ে ছাই

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫০ বিঘা পানের বরজ আগুনে পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

কোটচাঁদপুর উপজেলার জালালপুরে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আগুন লাগে। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

৫০ বিঘা পানের বরজের মালিক স্থানীয় ২০ জন কৃষক। এদের একজন শতদল বিশ্বাস বলেন, বিড়ির আগুন থেকে অথবা কেউ শত্রুতাবশত আগুন লাগিয়ে থাকতে পারেন। পানের বরজে দুই শতাধিক লোক কাজ করতেন।

কোটচাঁদপুরের স্টেশন ম্যানেজার আলাউদ্দিন রাইজিংবিডিকে বলেন, প্রায় ৫০ বিঘার পানের বরজ পুড়ে গেছে। দুই ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। –



মন্তব্য চালু নেই