৫০০, ১০০০ নিয়ে লোফালুফি, ছেঁড়া নোটের বল দিয়ে খেলা সল্টলেকে

রাস্তায় বা ঝোপের পাশে বস্তাভর্তি বাতিল নোট ফেলে দেওয়ার ঘটনার সাক্ষী হয়েছে শহর। ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার প্রায় এক মাসের মাথায় তা দিয়ে খেলা শুরু হয়ে গেল!
বুধবার বাতিল ৫০০-১০০০ টাকার নোটের এমনই ভবিতব্য দেখল সল্টলেক। এদিন দুপুরে বিধাননগর পাঁচ নম্বর ট্যাঙ্কের পিছনে সাফাইয়ের কাজ করছিলেন পুরসভার সাফাইকর্মীরা। অদূরে খেলছিল স্থানীয় কয়েকটি শিশু। সাফাইকর্মীরা দেখেন, ওই শিশুরা একটি ‘বল’ নিয়ে লোফালুফি খেলার পাশাপাশি ‘টাকা-টাকা’ বলে চিৎকারও করছে।
কৌতূহলবশত ওই শিশুদের কাছে গিয়ে তাঁরা যা দেখেন, তাতে চক্ষু চড়কগাছ! যে ‘বল’টি নিয়ে শিশুরা লোফালুফি করছিল, সেটি আসলে বাতিল ৫০০ এবং ১০০০ টাকার নোট দিয়ে বানানো একটি গোলাকার মণ্ড। মণ্ডটি তৈরি করতে বেশ কয়েকশো ৫০০ এবং ১০০০ টাকার নোট ব্যবহার করা হয়েছে। নোটগুলি কুচিকুচি করে ছিঁড়ে আঠা দিয়ে মণ্ড তৈরি করা হয়েছিল বলে কর্মীরা জানিয়েছেন।
সাফাইকর্মীরা ওই মণ্ডটি নিয়ে যান বিধাননগরের ৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিতা মণ্ডলের দফতরে। অনিতা বলেন, ‘‘আমি সাফাইকর্মীদের ফিরে গিয়ে ওই শিশুদের সঙ্গে কথা বলতে বলি। আমার মনে হয়েছিল, ওই ধরনের টাকার মণ্ড আরও পাওয়া যাবে। আমার ধারণাই ঠিক। ওই বাচ্চাগুলো ঝোপের মধ্যে থেকে বাতিল ৫০০-১০০০ টাকা দিয়ে তৈরি আরও একটি মণ্ড খুঁজে পেয়ে সাফাইকর্মীদের দিয়েছে।’’
মণ্ডগুলি আপাতত রয়েছে তৃণমূলের ওয়ার্ড অফিসে। অনিতা জানিয়েছেন, বিধাননগর পূর্ব থানায় বিষয়টি জানানো হয়েছে। আজ, বৃহস্পতিবার পুলিশ ওই মণ্ড দু’টি নিয়ে যাবে।































মন্তব্য চালু নেই