৪-১ গোলের দুর্দান্ত জয়ে ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে
ক্যামেরুনকে ৪-১ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো ব্রাজিল। নেইমারের ২ টি গোলের পর ফ্রেড ১ টি গোল করেছেন, ৪ নাম্বার গোলটি এসেছে ফারনানদিনহোর পা থেকে।
খেলার শুরুর ১৫ মিনিটের মাথায় গোল করে বসে ব্রাজিল, নান্দনিক গোল নেইমারের। তবে সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই আচমকা উল্লাস থেমে যায় হলুদ জার্সির, গোল শোধ করে বসে ক্যামেরুন। সমতা আনেন ক্যামেরুনের মাতিফ।
বেশ উত্তেজনা গ্যালারিতে, টিভির সামনে। কিছুটা হতাশ মনে হচ্ছিল ব্রাজিল সমর্থকদের, তবে তা সামান্য সময়ের জন্য। সমতা চলছে, কয়েক মিনিটের মাথায় আবার ঝলসে উঠল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। নেইমার আবার বল জড়ালেন ক্যামেরুনের পোস্টে। প্রথমার্ধের খেলা শেষে ব্রাজিল ২-১ গোলে এগিয়েছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতে একটি চমৎকার আক্রমণ ঠেকায় ক্যামেরুন। এরপর একের পর এক আক্রমণ, একটিকে কাজে লাগিয়ে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন ফ্রেড। এরপর ফারনানদিনহো আরেকটি চমৎকার গোল করে ব্যবধান বাড়িয়ে নেন।
অন্যদিকে ১ টি গোল পরিশোধের সাফল্য বাদে পুরো খেলায় করুণ দশায় ছিল ক্যামেরুন। নেইমারের দল বারবার আক্রমণ করে তাদের ডিফেন্স তছনছ করে দেয়।
## দ্বিতীয় রাউন্ড: ব্রাজিল-চিলি এবং মেক্সিকো-নেদারল্যান্ডস
ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন। মেক্সিকো রানার্সআপ।
## পয়েন্ট তালিকা গ্রুপ এ:
দেশ- ম্যাচ- জয়- ড্র- হার- পক্ষে গোল- বিপক্ষে গোল- গোল পার্থক্য- পয়েন্ট
ব্রাজিল- ৩- ২- ১- ০- ৭- ২- (+)৫- ৭
মেক্সিকো- ৩- ২- ১- ০- ৪- ১- (+)৩- ৭
ক্রোয়েশিয়া- ৩- ১- ০- ২- ৬- ৬- ০- ৩
ক্যামেরুন- ৩- ০- ০- ৩- ১- ৯- (-)৮- ০
মন্তব্য চালু নেই