৪ ব্যাংককে কারণদর্শানোর নোটিশ
পরিচালনা পর্ষদে দুইয়ের অধিক পরিবারের সদস্য থাকায় চারটি বেসরকারি ব্যাংককে কারণদর্শাতে বলেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক চারটি হলো- দি সিটি, ন্যাশনাল, প্রিমিয়ার ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
রোববার এ চারটি ব্যাংককে কারণ দর্শাতে বলা হয়েছে।
উল্লেখ্য, ব্যাংক-কোম্পানি (শংশোধন) আইন-২০১৩ অনুযায়ী পরিচালনা পর্ষদে একই পরিবারের দুইজনের বেশি পরিচালক হিসেবে থাকতে পারবে না।
মন্তব্য চালু নেই