৪ নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে নেমেছে পুলিশ ও গোয়েন্দারা
রাজধানীর বনানী থেকে একসঙ্গে নিখোঁজ চার শিক্ষার্থীকে উদ্ধারে সমন্বিতভাবে কাজ করছেন বনানী থানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, বনানী কাঁচাবাজার থেকে তারা নিখোঁজ হন। তাদের উদ্ধারে থানা ও গোয়েন্দা পুলিশ কাজ করছে। তাদের আনুমানিক বয়স ২০-২৫ বছর। আমরা তদন্ত করছি। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।
বনানী থানা সূত্রে জানা গেছে, সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী কাঁচাবাজার এলাকার নর্দান ক্যাফে রেস্তোরাঁয় চার তরুণকে একসঙ্গে দেখা যায়। এরপর থেকেই তারা নিখোঁজ হন। ওই এলাকা থেকে একই সময়ে তাদের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।
বনানী কাঁচাবাজার থেকে একসঙ্গে নিখোঁজ চারজন হলেন- সাফায়াত হোসেন, জাইন হোসেন খান (পাভেল), মেহেদি হাওলাদার ও মো. সুজন। এদের মধ্যে সাফায়াত ও জাইন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেহেদি বরিশালের বিএম কলেজের ছাত্র। আর সুজন ড্যাফোডিল আইটি থেকে তথ্যপ্রযুক্তিতে কোর্স করে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।
এই ঘটনায় বনানী থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও নিখোঁজের ৬ দিনেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
মন্তব্য চালু নেই