নিয়ন্ত্রণে আসেনি গাজীপুরের আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের যমুনা গ্রুপের শামীম স্পিনিং মিলস লিমিটেড কারখানায় আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল ঘটনাস্থল থেকে জানান, আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর, জৈদেবপুর, সাভার ইপিজেট ও টঙ্গীর মোট ১৪টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, ‘এটা অনেক বড় আগুন। আমরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে আগুন অন্যদিকে ছড়াতে না পারে। এখন বিস্তৃতি রোধ করাটাকেই আমরা গুরুত্ব দিচ্ছি।’

মোট কয়টি স্থাপনায় আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত একটি বড় কারখানায় আগুনে জ্বলছে। তবে আশপাশের বেশ কিছু কারখানা ঝুঁকিতে আছে। সেগুলো সেভ করাই বড় দায়িত্ব।’

তিনি নিশ্চিত করেন, এখন পর্যন্ত প্রাণহানির কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।



মন্তব্য চালু নেই