৪৭ বার পরীক্ষা দিয়েও ম্যাট্রিকে ফেল, তাই বিয়ে হচ্ছে না!

নিজের জন্য পাত্রী দেখতে যাওয়া আর হল না ৭৭ বছর বয়সী শিবচরণ যাদবের। নিজের করা প্রতিজ্ঞাই আটকে দিল তার বিয়ে। শপথ করেছিলেন ম্যাট্রিক পাশ না করে বিয়ে করবেন না।

তবে এবারেও সেই ম্যাট্রিক পরীক্ষায় পাশ করতে পারেননি ভারতের রাজস্থানের আলোয়ারের খোহরি গ্রামের এই বাসিন্দা। এ নিয়ে ৪৭ তম বারের মত চেষ্টাও ব্যর্থ হল তার।

শিবচরণ প্রথম পরীক্ষা দিয়েছিলেন ১৯৬৮ সালে। তারপর প্রতি বছর দিয়ে যাচ্ছেন পরীক্ষা। কিন্তু সাফল্য আর আসছে না। কোন বার ইংরেজিতে ফেল‚ তো কোন বার অকৃতকার্য গণিত-বিজ্ঞানে। আবার কোন সময়ে ব্যর্থতা হিন্দিতে। এ বার স্কুলের শিক্ষকদের সাহায্য নিয়েও লাভ হল না তার। পরীক্ষায় সর্ব সাকুল্যে নম্বর পেয়েছেন ৩৬।

মাত্র দু মাস বয়সে তিনি তার মাকে হারান। ১০ বছর বয়সে বাবাকেও হারান। যৌথ পরিবারে চাচাদের কাছেই মানুষ হয়েছেন। সংসার চলে সরকারি মাসোহারা আর মন্দিরের প্রসাদে। কিন্তু নিজের পণ থেকে একবিন্দু নড়বেন না শিবচরণ। নো স্কুল পাশ‚ নো বিয়ে। এখন বিয়ের আশা দূরে রেখে বিশ্বরেকর্ড করার আশা তার। তাই প্রস্তুতি নিচ্ছেন ৪৮ তম বারের পরীক্ষার জন্য।



মন্তব্য চালু নেই