৪৬ মাস পর কলারোয়ায় সহকারী ভূমি কমিশনারের যোগদান

৪৬ মাস পরে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি)র শুন্য পদে বৃহস্পতিবার সকালে যোগদান করেছেন সানজিদা জেসমিন।
বৃহস্পতবিার সকালে উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের কাছে যোগদান পত্র দিয়ে দায়িত্ব বুঝে নেন তিনি। বিকাল ৪টায় নতুন কর্মকর্তা সানজিদা জেসমিন তার কর্মস্থল ভূমি অফিস ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন কানুনগো আলি আকবার, প্রধান অফিস সহকারী মোঃ শেখ মোয়াজ্জেম হোসেন, নাজির মোঃ কামরুজ্জামান, অফিস সহকারী শাহিনুর রহমান, পৌর ভুমি অফিসের নায়েব গাজী আবু হেলাল, জয়নগর ইউপির নায়েব রেজাউল করিম, সোনাবাড়ীয়ার নায়েব মুনছুর আলী, অফিস সহায়ক আজাহারুল ইসলাম, পিয়ন শাহাজান আলী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি মাস্টার দীপক শেঠ, সাংবাদিক এবিএম ফিরোজ খান প্রমুখ।

ইতোপূর্বে সানজিদা জেসমিন বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। চাকুরী জীবনে এটা তার দ্বিতীয় কর্মস্থল।

উল্লেখ্য, ২০১১সালের ৮ মাসে ১৬ তারিখে সহকারী কমিশনার (ভুমি) সামিহা ফেরদৌসি কর্মস্থল ছেড়ে চলে যাওয়ার পরে এ পদে উপজেলা নির্বাহী অফিসাররাই দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর যোগদানের ফলে ভারপ্রাপ্ত কিংবা অতিরিক্ত দায়িত্বে কথাটির অবসান ঘটলো।



মন্তব্য চালু নেই