৪৫ কেজি স্বর্ণসহ ৩ মালয়েশিয়ান নাগরিক আটক
শাহজালাল বিমানবন্দরে ৪৫ কেজি স্বর্ণসহ তিন মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা তিন মালয়েশিয়ান নাগরিক হলেন-হি উই খং (৩৮), জোহারি বিচন হারুন (৪১) ও আজওয়ান বিন সালেহীন (২১)।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) রিয়াদুল ইসলাম জানান, দুপুরের দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান এসে বন্দরে নামে। এ সময় ৪৫ কেজি স্বর্ণসহ ওই তিন মালয়েশিয়ান নাগরিককে আটক করা হয়।
জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ২২ কোটি টাকা বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।
মন্তব্য চালু নেই