৪৩ বছর পর অস্ট্রেলিয়া…

অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পেতে শুরু করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ১৩৬ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানেই হারিয়েছে ৭ উইকেট। বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে অসিদের লিড মাত্র ২৩ রানের।

দুই ইনিংসেই ১০০ রানের আগে ৫ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া, প্রথম ইনিংসে ৮২ রানে ও দ্বিতীয় ইনিংসে ৯২ রানে। ৪৩ বছর পর কোনো অ্যাশেজ টেস্টে এমন লজ্জায় পড়ল অসিরা। এর আগে ১৯৭২ সালে লিডস টেস্টের দুই ইনিংসেই ১০০ রানের আগে ৫ উইকেট হারিয়েছিল তারা।

সেবার তো প্রথম ইনিংসে ৯৮ রানে ৭ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে ৮ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে অসিদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছিলেন ইংলিশ স্পিনার ডেরেক আন্ডারউড। মাত্র তিন দিনেই ইংল্যান্ডের কাছে ম্যাচটি হেরেছিল অস্ট্রেলিয়া।

৪৩ বছর পর এজবাস্টন টেস্টেও একই অবস্থায় দাঁড়িয়ে অসিরা। এবার অসিদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিচ্ছেন দুই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টিভেন ফিন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেন অ্যান্ডারসন। আর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের ৫টিই নিয়েছেন ফিন। ম্যাচটিও চতুর্থ দিনে গড়াবে বলে মনে হচ্ছে না।



মন্তব্য চালু নেই