৪০ বছর পর জেগে উঠল কালবুকো

প্রায় চার দশকেরও বেশি সময় পরে ফুঁসে উঠল চিলির কালবুকো আগ্নেয়গিরি। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে পুয়ের্তো ভারাসের কাছে অবস্থিত এ আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়েছে।

fire1

এরই মধ্যে বেশ কয়েক হাজার মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেশী দেশ আর্জেন্টিনা থেকেও এই আগ্নেয়গিরির ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে।

fire3

ঘটনার পরপরই আগ্নেয়গিরির আশেপাশের ২০ কিলোমিটার এলাকাজুড়ে মহাবিপদ সঙ্কেত জারি হয়।

fire4

চিলির ৯০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে কালবুকো একটি। দেশটির তিনটি বিপজ্জনক আগ্নেয়গিরির মধ্যে এটিকে ধরা হয়।

fire5

১৯৭২ সালে শেষবার কালবুকো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল।

fire6



মন্তব্য চালু নেই