৩ লাখ টন চাল কিনবে সরকার

৩২ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন চাল সংগ্রহ করবে সরকার। মিলারদের কাছ থেকে এ চাল সংগ্রহ করা হবে।

আজ সোমবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ‘আগামী ১৫ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের এই চাল সংগ্রহ অভিযান চলবে। এ বছর প্রতিকেজি আমন ধান উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ১৮ টাকা। প্রতি কেজি আমনের বিক্রয় মূল্য ধরা হয়েছে ২০ টাকা ৭০ পয়সা।’

মন্ত্রী জানান, প্রতিকেজি চাল উৎপাদনে কৃষকের খরচ হয়েছে ২৮ টাকা। সরকার এর ক্রয়মূল্য নির্ধারণ করেছে ৩২ টাকা। গতবছর ছিল ৩১ টাকা।

কামরুল জানান, বর্তমানে চালেকামরুল ইসলামর মজুদ রয়েছে ১১ লাখ ৪০ হাজার ২৭ টন। গম মজুদ রয়েছে ২ লাখ ৫৫ হাজার ২৩২ টন। সব মিলিয়ে মজুদ ১৩ লাখ ৯৯ হাজার ৮৫৯ টন।

 

গত বছরের তুলনায় এ সময়ে ৩ লাখ টন বেশি মজুদ রয়েছে। মন্ত্রী এ মজুদকে সন্তোষজনক বলে উল্লেখ করেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বোরো সংগ্রহ অভিযান শেষ হয়েছে। টার্গেট ছিল ১১ লাখ টন। সংগ্রহ হয়েছে ১০ লাখ ৬১ হাজার টন।’ এই সংগ্রহকেও মন্ত্রী সন্তোষজনক বলে উল্লেখ করেন।



মন্তব্য চালু নেই