৩ মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন ৬০ শতাংশ

গত তিন মাসে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬০ শতাংশ।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।
এদিন মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে ২০১৪ সালের তৃতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, গত তিনমাসে মন্ত্রিসভার নয়টি বৈঠক হয়েছে। সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৫৫টি। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৩৩টি। পাঁচটি আইন পাস হয়েছে সংসদে। সারসংক্ষেপ উপস্থাপিত হয়েছে ৪২টি। এছাড়া জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ৫১.৩৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে ৫৫. ৯৩ শতাংশ।
মন্ত্রিসভার বৈঠকে গত ২২ থেকে ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সভাসমূহে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশেল প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে অবহিত করা হয়েছে।



মন্তব্য চালু নেই