৩ নারী এমপি যোগ দিলেন আ.লীগে

দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে সংরক্ষিত স্বতন্ত্র নারী এমপিরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের সহকারী সচিব শওকত আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি রোববার নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠানো হয়।

প্রসঙ্গত, সোমবার তৃতীয় অধিবেশন শুরু হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী রোজী, নূরজাহান বেগম, উম্মে রাজিয়া কাজল আওয়ামী লীগে যোগদিয়েছেন।

উল্লেখ, জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে নির্বাচিত আসনের ভিত্তিতে আওয়ামী লীগ ৩৯টি, জাতীয় পার্টি ৬টি, স্বতন্ত্র প্রার্থীরা ৩টি, ওয়ার্কার্স পার্টি ও জাসদ ১টি করে আসন পায়।

গত ২৩ মার্চ সংরক্ষিত নারী আসনের সাংসদদের শপথ অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ২৩৪টি, জাতীয় পার্টি ৩৪টি, ওয়ার্কার্স পার্টি ৬টি, জাসদ ৫টি, জেপি ২টি, তরিকত ফেডারেশন ২টি, বিএনএফ ১টি এবং স্বতন্ত্র সাংসদরা ১৬টি আসনে জয় লাভ করে। তবে যে স্বতন্ত্র সাংসদদের বদৌলতে ওই তিন নারী সাংসদ নির্বাচিত হয়েছিলেন তারা স্বতন্ত্র থাকলেও তাদের বাদ দিয়েই নারী এমপিরা আওয়ামী লীগে যোগ দিলেন।



মন্তব্য চালু নেই