৩ নভেম্বর আসছে প্রোটিয়া নারী দল

নিরাপত্তার কারণ দেখিয়ে সম্প্রতি বাংলাদেশ সফর স্থগিত করার পর আগামী ৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ অক্টোবর ছয়টি ওডিআই ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসার কথা ছিলো প্রোটিয়া নারীদের। গত মাসে নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করার পরপরই দক্ষিণ আফ্রিকা নারী দলও তাদের সফর স্থগিত করে।

দক্ষিণ আফ্রিকা নারী দল যখন আসবে ঠিক একই সময়ে জিম্বাবুয়ে ক্রিকেট দলও বাংলাদেশ সফরে আসবে। তারা এই সফরে তিনটি ওডিআই ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আর আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর তৃতীয় আসর।



মন্তব্য চালু নেই