৩ দিনের রিমান্ডে রিজভী
বাড্ডা থানায় গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর কবির রাজ শুনানি শেষে রিজভীকে তিনদিনের রিমান্ডে নেয়ার এ আদেশ দেন। পুলিশ রিজভীর ১০ দিনের রিমান্ড চেয়েছিল।
শুক্রবার গভীর রাতে বারিধারার একটি বাসা থেকে রুহুল কবির রিজভীকে আটক করে র্যাব। পরদিন বিকেলে প্রথমে তাকে নেয়া হয় বাড্ডা থানায়। সেখান তাকে পরে তাকে আবার গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
র্যাবের হাতে আটক হওয়ার আগে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন রিজভী। অজ্ঞাত স্থান থেকেই তিনি ই-মেইলে গণমাধ্যমে দৈনিক বিবৃতি পাঠাচ্ছিলেন। সর্বশেষ শুক্রবার ২০ দলের ৭২ ঘণ্টার হরতালের ঘোষণাটিও আসে রিজভীর মাধ্যমে। হরতালের ওই ঘোষণা আসার রাতেই তাকে আটক করে র্যাব।
এরআগে গত ৪ ডিসেম্বর রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই রাতেই তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তবে দু’দিন পরেই তিনি সেখান থেকে পালিয়ে যান।
মন্তব্য চালু নেই