পাটের মোড়‌ক ব্যবহারে সহযোগিতা

৩৮ জনকে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়ন ও সহযোগিতার জন্য ১১টি ক্যাটাগরিতে ৩৮ জনকে সম্মাননা স্মারক দেওয়া হ‌বে। একই সঙ্গে এ দিন পাটজাত পণ্যের মেলা ২০১৬ উ‌দ্বোধন করা হবে।

আগামী ৬ মার্চ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মাননা স্মারক তুলে দেবেন এবং মেলা উ‌দ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে র‌বিবার দুপু‌রে এক সাংবা‌দিক সম্মেলনে প্রতিমন্ত্রী মির্জা আজম এ কথা জানান।

‌তি‌নি বলেন, এ আইন বাস্তবায়নের জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাসমূহের বি‌ভিন্ন আড়ৎ, বাজার ব্যবসায়ী স‌মি‌তি, বিভিন্ন কেন্দ্রীয় সংগঠন, পাটের বস্তা উৎপাদনকারী বি‌ভিন্ন সরকা‌রি ও বেসরকারি মিলসমূহ, কেন্দ্রীয় ব্যবসা‌য়ী সংগঠন এফ‌বি‌সি‌সিআই, পা‌টের বস্তা ব্যবহারকারী সংস্থা, সর্বা‌ধিক আইন প্র‌য়োগ, বাস্তবায়ন ও সমন্বয়কারী, সর্বা‌ধিক আইন প্রয়োগকারী জেলা, আইন প্র‌য়ো‌গে শ্রেষ্ঠ সমন্বয়কারী বিভাগ এবং বি‌শেষ অ‌ভিযান পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় সহ‌যো‌গিতা প্রদানকারী সংস্থা হি‌সে‌বে এ সম্মাননা স্মারক দেওয়া হবে।



মন্তব্য চালু নেই