৩৫তম বিসিএসের গেজেট জারি
৩৫তম বিসিএস নিয়োগে গেজেট জারি হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার উপসচিব মো. মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৫তম বিসিএসে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর মোট পাঁচ হাজার ৫৩৩ জন উত্তীর্ণ হয়েছিলেন। এদের মধ্য থেকে দুই হাজার ১৫৮ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। এদের মধ্যে তিনজন প্রতিবন্ধী রয়েছেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৫৫৫ জন পুরুষ এবং ৬০৩ জন মহিলা।
কয়েকটি কারিগরি ও পেশাগত ক্যাডারে কৃতকার্য প্রার্থী না পাওয়ায় ৩১৭টি পদে নিয়োগের জন্য সুপারিশ করা যায়নি ৩৫ বিসিএসে। ১৪ জনের ফল স্থগিত রাখা হয়েছে আবেদনে নানা অসঙ্গতির জন্য। এ ছাড়া আদালতে মামলা থাকার কারণে বিসিএস (বন) পরীক্ষার ফল স্থগিত রাখা হয়েছে পিএসসির পক্ষ থেকে।
পিএসসির সুপারিশকৃতদের মধ্য থেকে প্রশাসনে ২৯৬ জন, পুলিশে ১১৯ জন, আনসার চারজন, নিরীক্ষা ও হিসাবে চারজন, সমবায়ে চারজন, ইকোনমিকে ৩৮ জন, পরিবার পরিকল্পনায় ১০ জন, খাদ্যে দুইজন, তথ্যে ১১ জন, ডাক বিভাগে ১০ জন কর্মকর্তা নিয়োগ পেতে যাচ্ছেন। এ ছাড়া বিসিএস (সাধারণ শিক্ষা) ৮৬২ জন এবং প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৭৭৮ জন কর্মকর্তা নিয়োগ পাবেন।
২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ২০১৫ সালের ৬ মার্চ দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন আবেদনকারী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। এরপর পর্যায় ক্রমিক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রাপ্তদের চূড়ান্ত করা হয়েছে।
মন্তব্য চালু নেই