৩৪ বার সাপের কামড় খেয়েও সুস্থ ভাবে বেঁচে আছেন তরুণী!

ভারতের হিমাচল প্রদেশের সিরমাউর জেলার বাসিন্দা মনীষা বর্মা। ইতিমধ্যে ৩৪ বার সাপের কামড় খেয়েছেন তিনি। কিন্তু তারপরও সুস্থ ভাবেই বেঁচে আছেন তিনি। মনীষার বাবা জানান, সাপে কামড়ানো তো মেয়ের রুটিন হয়ে গেছে।

মনীষা বর্মা জানিয়েছে, প্রথমবার আমাদের গ্রামেই নদীর ধারে একটা সাদা সাপ আমাকে কামড়ায়। গত তিন বছরেই আমি ৩০ বার সাপের কামড় খেয়েছি। যখনই আমি সাপ দেখি, ভীষণ খুশি হই। মাঝের দু’বছর অবশ্য আমাকে কোন সাপ কামড়ায়নি। কিন্তু স্কুলে পড়ার সময় একাধিকবার সাপের কামড় খেয়েছি। এমনকি দিনে দুই থেকে তিনবারও আমাকে সাপ কামড়েছে। এ নিয়ে মনীষার পরিবার বহু জ্যোতিষী, তান্ত্রিকের কাছেও গিয়েছে। তাদের দাবি, মনীষার মধ্যে কোন শুভশক্তি রয়েছে। যদি চিকিৎসকরা মনে করেন, যেসব সাপ মনীষাকে কামড়েছে, তারা হয় নির্বিষ, কিংবা তাদের শরীরের বিষ কম।

ভারতের হিমাচল প্রদেশ সরকারের বনবিভাগে কর্তব্যরত চিকিৎসক রোহিত জানান, ওই মেয়েটিকে কোন সাপ কামড়েছে, তা জানা নেই। তবে বারবার সাপ কামড়ানোর ফলে মেয়েটির শরীরে অ্যান্টিবডি তৈরি হতে পারে। ১৮ বছরের এই যুবতীর শরীরে বিষে বিষে বিষক্ষয় হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।



মন্তব্য চালু নেই