৩০ সেপ্টেম্বরের মধ্যে বিলবোর্ড সরানোর নির্দেশ

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সমস্ত বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মেয়র আনিসুল হক।
তা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

রোববার সকালে ডিএনসিসির নগর ভবনের সম্মেলন কক্ষে ঈদ-উল-আজহায় পশু কোরবানির বর্জ্য অপসারণে সফলতা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।

মেয়র বলেন, ‘অবৈধ বিলবোর্ড আইন অনেক কঠিন। এই আইনে লাখ লাখ টাকা জারিমানা, এমনকি গ্রেপ্তারও করা যেতে পারে।’

তিনি বলেন, ‘যেসব ব্যক্তির ছবি বিলবোর্ডে দেখা যায়, যেসব প্রতিষ্ঠান বিলবোর্ডের ব্যবসা করেন তারা অবিলম্বে ৩০ সেপ্টেম্বর মধ্যে বিলবোর্ড অপসারণ করুন। না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক, সচিব মো. নবিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহাসহ বর্জ ও পরিবহণ বিভাগের কর্মকর্তারা।



মন্তব্য চালু নেই