রানা প্লাজা ধস

৩০৫৯ জন শ্রমিক ক্ষতিপূরণ পাচ্ছেন আজ

রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ৩০৫৯ জন শ্রমিককে ৫০ হাজার করে টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে এ টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হবে।

ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব রায় রমেশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেনে।

জানা যায়, রানাপ্লাজা কম্পেন্সেশন ট্রাস্ট থেকে এই অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেয়া হবে। টাকা পাঠানোর সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তা কর্মসূচির উদ্বোধন করবেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইন্ডাস্ট্রি অলসহ বিভিন্ন ব্র্যান্ড ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের গঠিত তহবিল থেকে রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিকদের জন্য তহবিল গঠন করা হয়। তহবিলে ৪০ মিলিয়ন ডলার সংগ্রহ করার কথা থাকলেও এ পর্যন্ত তহবিলে ১৬ মিলিয়ন ডলার জমা পড়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সাভার বাসস্ট্যান্ডের পাশে যুবলীগ নেতা সোহেল রানার গড়ে তোলা রানা প্লাজা গত বছরের ২৪ এপ্রিল ধসে পড়ে। এ ঘটনায় এক হাজারেরও বেশি শ্রমিক নিহত হয়। এখনো পঙ্গু হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অনেকেই।



মন্তব্য চালু নেই