৩০০ বছর ধরে যে এলাকায় ঘরের ভিতরেই কবর দেয়া হয় (ভিডিও)

ঘরের ভেতরে কবর। আবার সেখানে রান্না থেকে শুরু করে খাওয়া, ঘুম আর বসবাস। আবার তা যদি হয় স্বয়ং আমাদের দেশেই তাহলে সত্যি অবাক না হয়ে পারবেন না। ঝালোকাঠির কাঁঠালিয়ার আমুয়া গ্রামের সর্দার পাড়ায় নিজ ঘরের মধ্যে সমাহিত করা হচ্ছে স্বজনদের লাশ।
জমির অভাব ও সামাজিক বৈষম্যর কারণে গত তিনশো বছর ধরে ঘরের ভেতর কবরের এই রীতি চলে আসছে এই জনপদে। সেই এলাকায় নেই কোন কবরস্থানও।
সাম্প্রতি এই বিষয় একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে বেসরকারী টেলিভিশন বাংলাভিশন।
মন্তব্য চালু নেই