২ বছর পর চালু হলো ‘ঈশ্বর কণা’ যন্ত্র

যে মেশিনে জন্ম নিয়েছিল ‘ঈশ্বর কণা’ সেই লার্জ হার্ডন কোলাইডার (এলএইচসি) নতুন করে চালু হয়েছে।

দুই বছর বন্ধ থাকার পর রবিবার চালু করা হয়েছে সার্নের এই মহাযন্ত্র। সার্নের সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

প্রোটন-প্রোটন সংঘর্ষের মাধ্যমে এই যন্ত্রে ২০১২ সালে দেখা মিলেছিল হিগস-বোসন কণা, যাকে আমরা বলছি ঈশ্বর কণা। এই কণার তত্ত্ব দেওয়ার স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালে নোবেল পেয়েছিলেন দুই বিজ্ঞানী—ফ্রাঁসোয়া এংলার্ট ও পিটার হিগস।

সুইজারল্যান্ড ও ফ্রান্সের সীমান্তে ২৭ কিলোমিটার পরিধির বৃত্তাকার গবেষণাগার হচ্ছে সার্ন। এটি মাটির নিচে একশ’ মিটার গভীর।

সার্নের মহাপরিচলাক রলফ হিউয়ার এলএইচসির নবযাত্রায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘অভিনন্দন। সবাইকে অনেক-অনেক-অনেক ধন্যবাদ। এখন শুরু হচ্ছে কঠিন কাজ।’

কী সেই কঠিন কাজ?

আলোর বেগে দুদিক থেকে কণা ছুটিয়ে কণা-কণা সংঘর্ষ ঘটিয়ে ‘কৃষ্ণ পদার্থ’ দেখার চেষ্টা করবেন সার্নের বিজ্ঞানীরা।



মন্তব্য চালু নেই