২৯ ও ৩০ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু সাংস্কৃতিক উৎসব
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ শিশু সংগঠন এক্যজোট কেন্দ্রীয় শহীদ মিনারে আগামি ২৯ ও ৩০ সেপ্টেম্বর দু’দিনব্যাপী শিশু সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছে।
২৯ সেপ্টেম্বর উৎসবের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি।
দু’দিনের আলোচনা সভায় বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ। প্রতিদিন আলোচনা সভা বিকেল সাড়ে ৫টায়।
উদ্বোধনী দিন বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান।
দু’দিনের শিশু সাংস্কৃতিক উৎসবে ২৪টি দল অংশগ্রহণ করবে। দলগুলো নাচ, গান, আবৃত্তি, অভিনয় ও নাটক পরিবেশন করবে।
মন্তব্য চালু নেই