২৯ অক্টোবরের মধ্যে সৌদি ছাড়তে হবে হাজিদের
আগামী ২৯ অক্টোবরের পর কোনো হাজি সৌদি আরবে থাকতে পারবেন না। সৌদি আরবের পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে তাদের বিমানে যাওয়া হাজিদের ২১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ফ্লাইট বুকিং বিমান অফিসে (মক্কা/মদিনা) এসে নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।
এতে আরও বলা হয়, ‘সৌদি আরবে বহুল প্রচারিত পত্রিকা মারফত জানা যায় যে, ২৯ অক্টোবরের (১৫ মহররম) পর হাজিরা কোনো অবস্থাতেই সৌদি আরবে অবস্থান করতে পারবেন না।’
এবার সর্বমোট হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) ছিল এক লাখ ছয় হাজার ৫৫০ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে দেশে হাজী ফিরেছেন ৭২ হাজার ১১ জন। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২৮ অক্টোবর।
মন্তব্য চালু নেই