২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘গ্যাংস্টার রিটার্নস’
অভিনেতা অপূর্বের প্রথম চলচ্চিত্র মুক্তির কথা ছিল এ বছরের ডিসেম্বর মাসের ৪ তারিখ। কিন্তু তা না হয়ে এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। আগামী ২৭ নভেম্বর সারাদেশে মুক্তি পাবে ‘গ্যাংস্টার রিটার্নস’।
চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে কাল ২৫ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তরায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে চলচ্চিত্রটির সকল কলাকুশলি উপস্থিত থাকবে।
‘গ্যাংস্টার রিটার্নস’এ অপূর্বেকে দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, শম্পা হাসনাইন, টাইগার রবিসহ আরও অনেকে।
মন্তব্য চালু নেই