২৬ ম্যাচেই ১০০ উইকেট ওয়াগনারের, ছুঁইলেন ইতিহাস

ক্যারিয়াররের ২৬ ম্যাচেই ১০০ উইকেট ওয়াগনারের, এর সুবাধে তিনি ছুঁইলেন ইতিহাস। ক্রাইস্টচার্চ টেস্টে ২৬তম ম্যাচ খেলতে নেমে ১ শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার নিল ওয়াগনার। ফলে নিউজিল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে দ্রুত ১ শ উইকেট শিকারের নজির গড়লেন ওয়াগনার।

একটুর জন্য দ্রুত ১ শ উইকেট শিকারের রেকর্ড গড়া স্যার রিচার্ড হ্যাডলিকে স্পর্শ করতে পারলেন না ওয়াগনার। ২৫ ম্যাচে দ্রুত ১ শ টেস্ট উইকেট শিকারের তালিকায় সবার ওপরই আছেন হ্যাডলি।

ক্রাইস্টচার্চ টেস্টের আগে ওয়াগনারের পরিসংখ্যান ছিল ২৫ ম্যাচে ৯৯ উইকেট। প্রথম টেস্টের তৃতীয় দিন পাকিস্তানের বাবর আজমকে ফিরিয়ে দিয়ে ১ শ উইকেটে মাইলফলক স্পর্শ করেন ওয়াগনার। এ ছাড়া নিউজিল্যান্ডের ১৪তম খেলোয়াড় হিসেবে টেস্ট ১ শ উইকেট শিকারের নজির গড়েন ৩০ বছর বয়সী ওয়াগনার।



মন্তব্য চালু নেই