২৬ জুন ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ চলতি মাসেই ঢাকা আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ২৬ জুন ঢাকায় আসতে পারেন। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দ্বিপক্ষীয় বিষয়ে তার আরো কয়েকটি বৈঠক হতে পারে।
এদিকে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস এ সফরটি চূড়ান্ত হওয়ার বিষয় সম্পর্কে জানেন না বলে বাংলামেইলকে টেলিফোনে জানিয়েছেন হাই কমিশনের রাজনৈতিক ও তথ্য দ্বিতীয় সচিব সিদ্ধার্থ চক্রবর্তী।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশী দেশ সফরের অংশ হিসেবে জুনের তৃতীয় সপ্তাহে ভূটান যাচ্ছেন। এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর। ভারতের সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।
মন্তব্য চালু নেই