২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন নারী উদ্যোক্তারা : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান বলেছেন, নারী উদ্যোক্তরা কখনো ঋণ নিয়ে ঋণ খেলাপি হন না। তাই নারী উদ্যোক্তাদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংক সবসময় উৎসাহিত করে থাকে। নারীদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংক ও সরকার আন্তরিক।

ড. আতিউর রহমান রোববার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে চিটাগাং উইম্যান চেম্বার আয়োজিত ‘ক্রেডিট অ্যাকসেস ফর উইম্যান এনট্রিপ্রিনিওরস-চ্যালেঞ্জেস অ্যান্ড দ্যা ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

আতিউর রহমান বলেন, নারীরা ঋণ খেলাপি হন না তবু তাদের ঋণ পেতে ভোগান্তি পোহাতে হয়। তবে এই ভোগান্তি দূর করতে বাংলাদেশ ব্যাংক নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। কোনো জামানত ছাড়াই নারী উদ্যোক্তাদের সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আতিউর রহমান ব্যাংক থেকে ঋণ পেতে গিয়ে নারী উদ্যোক্তারা যদি কোনো অপ্রাসঙ্গিক প্রশ্নের সম্মুখীন হন কিংবা ব্যাংক থেকে পর্যাপ্ত সহায়তা না পান তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নারী উদ্যোক্তাদের জন্য এসএমই বিভাগে সরাসরি অভিযোগ করার অনুরোধ জানান।

নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার পরিসংখ্যান তুলে ধরে আতিউর বলেন, গত বছরে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৪১ হাজার ৬৯৫ জন নারী উদ্যোক্তাকে ৩ হাজার ৩৪৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যা গত বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি। চলতি বছরে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২০ হাজার ৩৪৯ জন নারী উদ্যোক্তাকে ২ হাজার ৬৫১ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন : শিল্প সচিব মোশারফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআইএ’র প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক অধ্যাপক ড. তৌফিক আহমেদ।



মন্তব্য চালু নেই