২৫ ঘণ্টা পর চাঁদপুর থেকে লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় কোমেন- এর কারণে দীর্ঘ ২৫ ঘণ্টা বন্ধ ছিল চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জ এবং চাঁদপুর-বরিশাল রুটে যাত্রীবাহী লঞ্চচলাচল।

শুক্রবার সকাল ১০ থেকে চাঁদপুর লঞ্চঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচলের অনুমতি দেয় বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ। এর পর চাঁদপুর থেকে বিভিন্ন রুটে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চগুলো। তবে স্বাভাবিক সময়ের চেয়ে লঞ্চগুলোতে যাত্রী অনেক কম ছিল।

বিআইডব্লিটিএর উপ-পরিচালক চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় কোমেন-এর প্রভাবে পদ্মা-মেঘনা নদী উত্তাল হয়ে পড়ায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ ২৫ ঘণ্টা পর শুক্রবার সকাল থেকে আবারো লঞ্চ চলাচল শুরু হয়েছে।

চাঁদপুরের লঞ্চমালিক প্রতিনিধি আলী আজগর মিয়া জানান, লঞ্চ চলাচল শুরু হলেও যাত্রী নেই বললেই চলে।



মন্তব্য চালু নেই