২৫৭ রানের বিশাল ব্যবধানে হারল ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া ৪০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৩ রানেই টপ অর্ডারের সেরা পাঁচ ব্যাটসম্যানকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০৮ রানে হারায় আট আটটি উইকেট। তবে জ্যাসন হোল্ডারের ৫৬ রানের দৃঢ়তায় শেষ পর্যন্ত ক্যারিবীয়রা অলআউট হয়ে গেলো ১৫১ রানে। পরাজয় বরণ করলো ২৫৭ রানের বিশাল ব্যবধানে।
আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানো ক্রিস গেইল সিডনিতে দলের একান্ত প্রয়োজনের সময় ব্যর্থ। ৩ রান করে কাইল অ্যাবটের বলে বোল্ড আউট হয়েছেন জ্যামাইকান দানব। আস্থার প্রতিদান দিতে পারেননি ডোয়াইন স্মিথ (৩১), মারলন স্যামুয়েলস (০), জোনাথন কার্টার (১০) ও লেন্ডন সিমন্সও (০)। দিনেশ রামদিন ২২, ড্যারেন সামি ৫ ও আন্দ্রে রাসেল ০ রান করে আউট হন।
ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক জ্যাসন হোল্ডার। শেষ পর্যন্ত ৪৮ বলে ৫৬ রানে আউট হন তিনি।
দক্ষিণ আফ্রিকার পক্ষে পাঁচটি উইকেট নেন ইমরান তাহির, দুটি করে উইকেট গেছে কাইল অ্যাবট এবং মরনে মর্কেলের দখলে।
এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং করে এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড গড়া অপরাজিত ১৬২, হাশিম আমলার ৬৫, ফ্যাফ ডু প্লেসিসের ৬২ ও রিলে রোসিউয়ের ৬১ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪০৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ৭৪ রান দিয়ে দুটি উইকেট পান আন্দ্রে রাসেল।



মন্তব্য চালু নেই