২৫,০০০ বছর আগে এই বিশাল পাখিদের বাস ছিল ভারতবর্ষে !

২৫,০০০ বছর আগে ভারতবর্ষে বহাল তবিয়তে ছিল অস্ট্রিচ অর্থাৎ উটপাখিদের দল। এমনই দাবি করেছে সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি (CCMB)। ৯ মার্চ প্রকাশিত এক গবেষণাপত্রে এই দাবি করা হয়েছে।

আইআইটি রুরকি-সহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে মিলে এই গবেষণা করেছে সিসিএমবি। যাতে বলা হয়েছে প্রধানত রাজস্থান ও মধ্যপ্রদেশের কয়েকটি জায়গা থেকে কিছু অস্ট্রিচের জীবাশ্ম উদ্ধার হয়েছে। যেগুলি আনুমানিক ২৫,০০০ বছরের পুরনো। কোথা থেকে এসেছে এই জীবাশ্মগুলি?

বৈজ্ঞানিকদের অনুমান এই জীবাশ্মগুলি তখনকার যখন ভারতবর্ষ অতিমহাদেশ গন্ডোয়ানার অংশ ছিল। বৈজ্ঞানিকদের অনুমান, সেই সময় ভারত ও আফ্রিকার অবস্থান পাশাপাশি ছিল। সেই কারণেই ভারতীয় ভূখন্ডে অস্ট্রিচদের বাস ছিল।

তবে এখন এই তথ্য সম্পূর্ণ অনুমান ভিত্তিক। শুধুমাত্র গঠনমূলক অনুমানের ভিত্তিতেই এই দাবি করেছেন গবেষকরা। যা গবেষণাপত্রের আকারে প্রকাশ করা হয়েছে। এরপর এই জীবাশ্মগুলির ডিএনএ পরীক্ষা করা হবে। তারপরই পুরো সত্যিটা জানা যাবে।



মন্তব্য চালু নেই