২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি সম্ভাবনা আছে।

শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ সারাদেশের অনেক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ও ময়মনসিংহ অঞ্চলসহ রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে টানা কয়েক দিনের ভ্যাপসা গরমে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

শুক্রবার সকাল নয়টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল যা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস।



মন্তব্য চালু নেই