২৪ আসামি নিয়ে ফ্লাইওভারে উল্টে গেল প্রিজন ভ্যান

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে থেকে ২৪ জন আসামি নিয়ে গাজীপুরের কাশিমুপরে যাওয়ার পথে মগবাজার ফ্লাইওভারে দুর্ঘটনায় পড়েছে একটি প্রিজন ভ‌্যান। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আবু জাফর মানিক জানান, ফ্লাইওভার পার হয়ে নামার আগে আগে চালক নিয়ন্ত্রণ হারালে প্রিজন ভ‌্যানটি প্রায় ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে উল্টে যায়। আজ শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে তেজগাঁও সাত রাস্তার কাছাকাছি এলাকায় ফ্লাইওভারের উপরে এ ঘটনা ঘটে। চালক কিছুটা আহত হয়েছেন। আসামিদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের কেউ তেমন আহত নন, বলেন মানিক।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ওই প্রিজনভ্যানে করে ২৪ আসামিকে কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল। পথে তেজগাঁও সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় প্রিজনভ্যানটি। এতে সাতজন সামান্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি আরো জানান, দুর্ঘটনার পর আসামিসহ প্রিজনভ্যানটি তেজগাঁও থানা হেফাজতে নেওয়া হয়। পরে অন্য একটি প্রিজনভ্যানে করে আসামিদের কাশিমপুর কারাগারের দিকে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই