২৩ বছরের এই সুন্দরীকেই বলা হচ্ছে নব্য আইনস্টাইন
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (Mit)-তে যেদিন প্রথমবার পা রেখেছিলেন, সাবরিনা পাস্তারস্কির বয়স তখন মাত্রই ১৪। তারও দু-বছর আগে, বছর তখন ১২, নিজস্ব এরোপ্লেন বানিয়ে সম্ভ্রম আদায় করে নেন তখন-কিশোরী ওই মেয়েটি। সেটি তো আর খেলনা প্লেন ছিল না। পরবর্তীতে সেই প্লেনে একা চেপে ঘুরেও বেড়িয়েছেন সাবরিনা। খবর ইন্ডিয়া টাইমসের।
এ মেয়ের ক্ষুরধার মেধা সম্পর্কে এটুকুতে সামন্যই আভাস পাওয়া যায়। কিন্তু যার মেধাকে স্বীকৃতি দিতে অনেক আগেই আইনস্টানের সঙ্গে তুলনা শুরু হয়েছে, যাকে বলা হচ্ছে, নব্য আইনস্টাইন, তিনি যে হেলাফেলার পাত্রী নন, তা বলাই বাহুল্য।
২৩ বছরের এই যুবতী Mit থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে স্নাতক হয়ে, হার্ভার্ড পদার্থবিদ্যার চমকপ্রদ বিষয় নিয়ে পিএইচডি করছেন। কোয়ান্টাম গ্র্যাভিটি, কৃষ্ণগহ্বর, স্পেস টাইম পাস্তারস্কির গবেষণার বিষয়। নিজের গবেষণার খুঁটিনাটি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করাও শুরু করেছেন এই ফিজিক্স-কন্যা। যার দৌলতে বিজ্ঞানীমহলের প্রশংসা কুড়িয়েছেন। এহেন মেয়ে কিন্তু জীবনে একদিনও স্কুল কামাই করেননি।dpuf
মন্তব্য চালু নেই