২২ সেপ্টেম্বর চীনে যাচ্ছেন এরশাদ
প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামী ২২ সেপ্টেম্বর একদিনের সফরে চীন যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস উপলক্ষে চীনের সাংঝী প্রদেশের জিয়ান-এর ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করে তাঁকে পাঠানো হচ্ছে।
অনুমোদিত সময়ের অতিরিক্ত সময় এরশাদ চীনে অবস্থান করতে পারবেন না বলেও চিঠিতে বলে দেয়া হয়েছে।
মন্তব্য চালু নেই