“২২৭ টাকার স্থলে ১০৩৬ টাকার বিল!

কলারোয়ায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে গ্রহকরা অতিষ্ট হয়ে উঠেছে। অনুসন্ধানে দেখা গেছে, কলারোয়া পৌর বাজারের বানিজ্যিক মিটার নং-৯২১১২১৫। যার গ্রাহক আজাদুর রহমান খান চৌধুরী, পিতা মৃত.অজেদার রহমান চৌধুরী, সাং-গদখালী, কলারোয়া পৌর। উক্ত বিলে দেখা গেছে, নভেম্বর-২০১৪ তারিখে বিদ্যুতের সর্বমোট ব্যবহার-(২০কিঃওঃঘ)। সেখানে মিনিমাম চার্জ ধরা হয়েছে-১৯২টাকা, ডিসকাউন্ট-১০টাকা, ডিমান্ট চার্জ-২৫টাকা, নীট বিল-২২৭টাকা, সেখানে ভূলক্রমে রিবেট পরবর্তী নীট বিল ধরা হয়েছে ৯৩৩টাকা, ভ্যাট-৪৮টাকা, মিটার ভাড়া-২০টাকা, অন্যান্য চার্জ-৩৫টাকা সর্বমোট-১০৩৬টাকা লিখে উক্ত গ্রাহকের নামে একটি ভৌতিক বিল পাঠিয়েছে। বিলটি প্রস্তুতকারী হলেন ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের আফরোজা খাতুন। তিনি এভাবে প্রতিনিয়ত বিভিন্ন গ্রাহকের নামে হয়রানী মূলক বিল তৈরী করে পাঠাচ্ছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকাবাসী ভৌতিক বিল প্রস্তুতকারী আফরোজা খাতুনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

কলারোয়ায় যুবলীগের সভাপতি জর্জ আলী হত্যার প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর স্মরণসভা
মানবতাবিরোধী অপরাধে আব্দুল কাদের মোল্যার ফাঁসীর রায় কার্যকারীর দিন উপজেলার ১ নং জয়নগর ইউনিয়ন এর সাবেক যুবলীগের সভাপতি মেহেদী হাসান জর্জ কে জামাত-শিবির কতৃক নির্মাম হত্যার প্রতিবাদে ১ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১৩ ডিসেম্বর স্মরণসভার আয়োজন করার জন্য এক প্রস্তুতিমূলক মিটিং জয়নগর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মদ, সাবেক সভাপতি আব্দুল আজিজ বিস্বাস, উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিকুর রহমান মালী, আব্দুল মোতালেব খাঁ, আফিল উদ্দীনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কলারোয়ার কয়লা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
সভাপতি বাশারাত, সম্পাদক আশিকুর রহমান
কলারোয়া উপজেলার কয়লা বাজার ব্যবসায়ী সমিতির ২বছর মেয়াদী কমিটির গঠিত হয়েছে। এসময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি ডাঃ আহসান উল্লাহ, সদস্য সচিব ডাঃ আব্দুল জব্বার ও সদস্য আব্দুর রউফ মোড়ল। এ উপলক্ষে গত ৩০ নভেম্বর সকালে কয়লা বাজারে এক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয় ব্যবসায়ী মোঃ বাশারাত মোড়ল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এসএম আশিকুর রহমান বাবু। এছাড়া কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সাংগঠনিক সম্পাদক আকবর আলী, প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃ সেলিম সিদ্দিকী, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, সদস্য আশরাফুল ইসলাম, আকতারুল ইসলাম প্রমুখ।

 

কলারোয়ায় এলজিইডি কর্মচারী আব্দুল মান্নান মৃত্যুতে শোক
কলারোয়া উপজেলার এলজিইডির কার্য-সহকারী আব্দুল মান্না (৫২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্না…………………রাজিউন)। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে  নিজ বাস ভবন তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র, ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার যোহর  জানাযা নামাজের শেষে রাভদ্রপুর গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কলারোয়া উপজেলার এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আবেদুর রহমানসহ এলজিইডির সকল কর্মকতাবৃন্দ। এছাড়া অনুরুপ বিবৃতি দিয়েছেন, দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলি আহম্মেদ, এ্যাড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, দৈনিক ইনকিলাবের সংবাদদাতা এড. আব্দুল হামিদ, দৈনিক অনির্বাণ পত্রিকার নির্বাহী সম্পাদক বুলু আহম্মেদ, ব্যবস্থাপক আবু হাসান, দৈনিক অনির্বাণ পত্রিকার কলারোয়া প্রতিনিধি আজগর আলী,সাংবাদিক আরিফ চৌধুরী, দৈনিক যশোর পত্রিকার কলারোয়া সংবাদদাতা ফিরোজ জোয়ার্দ্দার, ওষুধ ব্যবসায়ী শেখ আকতারুজ্জামান, সাংবাদিক খোরশেদ হোসেন, শামসুর রহমান লাল্টু প্রমুখ।



মন্তব্য চালু নেই