২০ বছর সেলিব্রেশনে নগ্ন মডেল
পশ্চিমা দুনিয়ায় মডেলিং এ সারা জাগানো নাম জিসেল বুন্ডচেন। ‘দেখতে দেখতে কেটে গেল বিশ বছর। এখনও মনে হয় সেই দিনের কথা যখন প্রথম ক্যামেরার সামনে এসেছিলাম।’ এভাবেই নিজের মডেলিং জীবনের প্রথমদিকের দিনগুলোর কথাগুলো স্মৃতিচারণ করছিলেন বুন্ডচেন। আর সেই উপলক্ষে তিনি নগ্ন হয়ে ‘ভোগ ব্রাজিল’ নামে একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করলেন।
‘ভোগ ব্রাজিল’ এর কাভার থেকে ম্যাগাজিনের পাতায় পাতায় ছড়িয়ে আছে জিসেলের সম্মোহিত নজরকারা রূপ। এছাড়া ম্যাগাজিনের কিছু ছবি ইনস্টাগ্রাম ওয়ালে পোস্ট করেছেন জিসেল।
জিসেল বুন্ডচেন মাত্র ১৪ বছর বয়সে প্রথম নগ্ন হয়ে ক্যামেরায় বন্দি হয়েছিলেন। এছাড়াও এই মডেল নিজের সম্পর্কে বলছিলেন ‘শরীর’ আমাকে দিয়েছে নাম, যশ, খ্যাতি। তাই এই শরীরকে আমি আগলে রাখি ,সম্মান করি।’
এরপর আর কোনদিনও মডেলিংয়ের দুনিয়ায় উজ্জ্বল তারকা জিসেল বুন্ডচেনকে পিছনে ফিরে তাকাতে হয়নি। মার্জার সরণী থেকে ম্যাগাজিনের কভার পেজ সব জায়গাতেই তার আধিপত্য রয়েছে।
মন্তব্য চালু নেই