‘২০৪১ সালের মধ্যে ধনী দেশ’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করা। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ থাকবে ধনি দেশের তালিকায়। আর এই লক্ষ্যে পৌঁছাতে বিদেশিদের সাহায্যের দিকে তাকিয়ে থাকলে হবে না। নিজেদের অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণ করে দেশকে উন্নয়নের শিখরে নিতে হবে।’
মঙ্গলবার সন্ধ্যায় যশোরের জেলা স্কুল মিলনায়তনে এনবিআর আয়োজিত রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজিবুর রহমান আরো বলেন, ‘২০১৪-২০১৫ অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৯ হাজার ২৮ কোটি টাকা। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩৭৬ কোটি টাকা। আর এই লক্ষ্যমাত্রা অতিক্রম করতে হলে দেশের প্রতিটি নাগরিককে এক হয়ে কাজ করতে হবে। আমাদের ভবিষ্যত হাতের মুঠোয়। বীরের জাতি হিসেবে সেই ভবিষ্যত নিজেদেরই গড়ার উদ্যোগ নিতে হবে।’
কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার মো. জামাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক নমিতা রাণী বিশ্বাস, জেলা প্রশাসক ড. হুমায়ন কবীর, খুলনা কর কমিশনার সুনিল কুমার সাহা, যশোর র্যাবের উপ-পরিচালক স্কোড্রান লিডার কাওছার হোসেন প্রমুখ।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন দিক তুলে ধরেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর অফিসের যুগ্ম-কমিশনার অরুণ কুমার বিশ্বাস। এতে ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
মন্তব্য চালু নেই