২০২০ সালের মধ্যে বিলীন হবে বিএনপি : সুরঞ্জিত

রাজনৈতিক দৈন্যদশায় বিএনপি বিলীন হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান আজও তাদের রাজনীতি পরিষ্কার করতে পারেনি। আর এ কারণেই বিএনপির এমন দৈন্যদশা। বিএনপির রাজনীতির চলমান ধারা অব্যাহত থাকলে আগামী ২০২০ সালের মধ্যে তারা (বিএনপি) বিলীন হয়ে যাবে।’

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুক্রবার এক আলোচনা সভায় এমন শঙ্কা প্রকাশ করেন তিনি। বঙ্গবন্ধু একাডেমি ওই আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তারা (বিএনপি) মনে করে মুক্তিযুদ্ধও ঠিক, মুক্তিযুদ্ধের বিরোধিতাও ঠিক। এ নীতি অবলম্বন করে দক্ষিণ এশিয়ায় আর রাজনীতি করা যাবে না।’

সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন ‘এ রায়ের প্রেক্ষাপটে বিএনপি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তাতে পুরো জাতি হতাশ। বিএনপি বলছে, এই রায়ে সরকার রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে। ১৯৭১ সালে বিএনপি ছিল না। ১৯৭১ সালে বিএনপির হয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধ করেনি যে, সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে এ রায় দিয়েছে।’

সাবেক এ মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই ৪৩ বছর পর যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন হচ্ছে। এ বিচার জাতির শাপমোচন করছে।’

সভায় প্রধান বক্তা ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম বলেন, ‘আগাম নির্বাচনের স্বপ্ন দেখে বিএনপি যে আন্দোলনের হুমকি দিচ্ছে, তাতে কোনো লাভ হবে না। নির্বাচনের জন্য বিএনপিকে আগামী ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য হারুন-অর রশিদ চৌধুরী, হুমায়ুন কবীর মিজি প্রমুখ।



মন্তব্য চালু নেই