২০২০ সালের মধ্যেই কর্ণফুলি টানেল : সেতুমন্ত্রী

২০২০ সালের মধ্যে কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণকাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় সংসদে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য শামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। দুপুর দেড়টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

তিনি বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর চীন সফরকালে ২০১৪ সালের ৯ জুন বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

‘পরবর্তীতে এটি জি-টু-জি ভিত্তিতে নির্মাণে চীনা প্রতিষ্ঠাতা চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিসি) সাথে ২০১৫ সালের ৩০ জুন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়।’

সেতুমন্ত্রী জানান, গত ২০১৫ সালে ২৪ নভেম্বর প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়। বর্তমানে ডিজাইন প্রণয়ন এবং ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলছে।

চীন সরকারের সাথে ঋণ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শিগগিরই এ টানেলের নির্মাণকাজ শুরু করে ২০২০ সালের মধ্যে শেষ করা সম্ভব হবে।



মন্তব্য চালু নেই