২০১৭ সালের মধ্যে ঘরে ঘরে দ্রুতগতির ইন্টারনেট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৭ সালের মধ্যে ঘরে ঘরে পৌঁছে যাবে দ্রুতগতির ইন্টারনেট। কারণ প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে দিয়েছে।

শনিবার গণভবনে উপজেলা ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বর্তমানে আমরা ২০০ প্রকারের সেবা অনলাইনে দিচ্ছি। কোরবানির গরু থেকে শুরু করে মোটরসাইকেল সবই অনলাইনে কেনা যায়। মোবাইল ফোনের মাধ্যমে আমাদের কৃষকরা তথ্য সংগ্রহ করছে।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল সিস্টেম তো আমি বুঝি না। কারণ আমি সাইন্সের ছাত্রী ছিলাম না। আমি ছিলাম বাংলা সাহিত্যের ছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি বাংলা সাহিত্যে ডিগ্রি অর্জন করেছি। আমি আমার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জেনেছি।

ডিজিটাল এ প্রযুক্তি ব্যবহারে আইন হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যাতে প্রযুক্তির অপব্যবহার না হয় সেজন্য আইন হচ্ছে। প্রযুক্তির সঠিক ব্যবহার করে আমাদের সমাজের উন্নয়ন করতে হবে। এটার ব্যবহার যেন আমাদেরকে ক্ষতির দিকে না নেয়।

তিনি বলেন, ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। সরকার কর্মসংস্থানে কাজ করে যাচ্ছে।



মন্তব্য চালু নেই