‘২০১৬ বিপিএল’ শিরোপা জিততে মিরাজদের দরকার ১৬০ রান

২০১৬ বিপিএল চতুর্থ আসরের শিরোপা জিততে মিরাজদের রাজশাহী কিংসের সামনে ১৬০ রানের লক্ষ্য রাখলো ঢাকা ডায়নামাইটস।
ফাইনালে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান করে সাকিব আল হাসানের দল।
উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় সাকিবের দল। প্রথম তিন ওভারে ২২ রান তুলে নেন এভিন লুইস ও মেহেদী মারুফ। তবে অবস্থা বদলে যায় চতুর্থ ওভারে। মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারের দ্বিতীয় বলে কেসরিক উইলিয়ামসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মেহেদী হাসান মারুফ। ৮ রান করেন মারুফ।
উইকেটে এসেই স্পিনারদের ওপর চড়াও হতে শুরু করেন নাসির হোসেন। পঞ্চম ওভারের চতুর্থ বলে আফিফের বলে ক্যাচ দিয়েও বেঁচে যান নাসির হোসেন। তবে শেষ বলে এগিয়ে এসে বলের লাইন মিস করলে স্টাম্পিংয়ের শিকার হন নাসির।
মাত্র ৫ রান করেন এই ব্যাটসম্যান। উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকতও। ড্যারেন স্যামির বলে লেগ বিফোর হবার আগে ৫ রান করেন সৈকত।
সৈকতের বিদায়ের পর মাত্র ২৫ বলে ৪১ রানের জুটি বাধেন এভিন লুইস ও কুমার সাঙ্গাকারা। দলীয় ৮৩ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন লুইস। ফরহাদ রেজার বলে আউট হবার আগে ৩১ বলে ৪৫ রান করেন ক্যারিবীয় ব্যাটসম্যান লুইস।
দলীয় শতক পেরুনোর পরই পঞ্চম উইকেট হারায় ঢাকা। সাঙ্গাকারার সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ডোয়াইন ব্রাভো। ঢাকাকে সবচেয়ে ধাক্কা দেন সামিত প্যাটেল।
১৬তম ওভারে এই ইংলিশ বোলারকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ফরহাদ রেজার দর্শনীয় ক্যাচে পরিণত হন আন্দ্রে রাসেল। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাসেলের ব্যাটে ঢাকা জিতলেও আজ মাত্র ৮ রান করে আউট হন এই ব্যাটসম্যান।

































মন্তব্য চালু নেই