২০১৫ সালের সবচে জনপ্রিয় অ্যাপ ফেসবুক

২০১৫ সালের সবচে জনপ্রিয় অ্যাপ ফেসবুক। শুধু তাই নয় ওয়েব দুনিয়ায় সবচে বেশি ব্যবহৃত অ্যাপটিও ফেসবুকের দখলে। এরপর আছে ইউটিউব। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান নেসলনের এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।

গবেষণাকারী প্রতিষ্ঠানের তথ্য মতে, ফেসবুক ব্যবহারকারীরা প্রতিদিন অন্তত একবার ফেসবুকে লগইন করেন। কেউবা অতিরিক্ত মাত্রায় ফেসবুক ব্যবহার করতে ফেসবুক আসক্ত হয়ে গেছেন।

প্রতিদিন বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১২৬ মিলিয়ন। নেলসনের গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী স্মার্টফোনে সবচে বেশি ইনস্টল হওয়ার অ্যাপটির শীর্ষে ফেসবুক। এরপর পরই আছে ইউটিউব, গুগল ম্যাপ, জিমেইল।

পিসি ওয়াল্ডের তথ্য মতে, বিশ্বের সেরা ১০ টি মোবাইল ফোন অ্যাপের মধ্যে এক নম্বরে আছে ফেসবুক।

ফেসবুকের পর সবচে বেশি জনপ্রিয় অ্যাপ ইউটিউব। যুক্তরাষ্ট্রে ইউটিউবের ব্যবহারকারীর সংখ্যা ৯৭ মিলিয়ন।

পিসি ওয়াল্ডের শীর্ষ ১০ টি অ্যাপসের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ইনস্ট্রাগ্রাম। এটির ব্যবহারকারীর সংখ্যা ৫৫ মিলিয়ন।



মন্তব্য চালু নেই