২০০ মিটারেও বোল্টের ‘হ্যাটট্রিক’

আবারও উসাইন বোল্ট, আবারও সোনা। অলিম্পিকে ১০০ মিটারের পর ২০০ মিটার স্প্রিন্টেও শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন জ্যামাইকান গতিদানব।

রিও গেমসের ত্রয়োদশ দিন বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৭টায় ২০০ মিটারের ফাইনালে বোল্ট সময় নিয়েছেন ১৯.৭৮ সেকেন্ড।

কানাডার আন্দ্রে ডি গ্রাসে ২০.০২ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন। ২০.১২ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের ক্রিস্টোফে লেমাত্রে।

এ নিয়ে টানা তিন অলিম্পিকে ২০০ মিটারের সোনা জিতলেন বোল্ট। এই ইভেন্টে টানা তিন অলিম্পিকে সোনা নেই আর কারও।

আরেকটি কীর্তিও গড়ে ফেললেন বোল্ট, প্রথম দৌড়বিদ হিসেবে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২০০ মিটারে টানা সাতবার চ্যাম্পিয়ন হলেন।

১০০ মিটারেও টানা তিন অলিম্পিকে সোনা বোল্টের দখলে। ১০০ ও ২০০ মিটারে টানা তিন অলিম্পিকে সোনা জেতা ইতিহাসের প্রথম দৌড়বিদ তিনিই।

এখন বাকি কেবল ‘ট্রিপল ট্রিপল’। রিওতে দলীয় ইভেন্ট ৪x১০০ মিটার রিলেতে সোনা জিতলেই গড়ে ফেলবেন অবিশ্বাস্য এই কীর্তি। বাংলাদেশ সময় শনিবার সকালে সতীর্থদের সঙ্গে এই ইভেন্টের ফাইনালে দৌড়াবেন বিশ্বের দ্রুততম মানব।



মন্তব্য চালু নেই