২০০০ টাকা ভাংতি না পেয়ে বিষপান

নোটকাণ্ডে নিয়মিতই ব্যতিক্রমী ঘটনার জন্ম দিচ্ছে ভারত। টাকা না পাওয়ার সমস্যাতো রয়েছেই। এবার ভাংতি সমস্যার কারণে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক ভারতীয়।

২০০০ টাকার নোট ব্যাংক থেকে যদিও বা মিলছে, খুচরো সমস্যা মিটছে না। ঘটনাটি ঘটে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের কার্নুলের নান্দিকোটকুর এলাকায়।

ভারতীয় গণমাধ্যম দ্য ট্রিবিউনের খবরে বলা হয়, গত চারদিন ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য হন্যে হয়ে ঘুরছিলেন মুর্তুজা বালি নামে ওই ব্যক্তি। কিন্তু, ২০০০ টাকার খুচরো না পাওয়ায় জিনিসপত্র কিনতে পারেননি।

পরিবারের লোকজনের বক্তব্য, যেখানে কাজ করেন মুর্তুজা, সেখানকার মালিক ২০০০ টাকার নোট তাকে পারিশ্রমিক হিসেবে দেন। তারপরই থেকেই সেই নোট তিনি ভাংতি করানোর জন্য ঘুরছিলেন। কিন্তু, পারেননি। হতাশা থেকে বিষ খেয়ে নেন।

তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। অবস্থার অবনতি হওয়ায় কার্নুলের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে। মুর্তুজার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।



মন্তব্য চালু নেই